ঈদের জামাতে প্রাণ ঝরল দু’পক্ষের সংঘর্ষে

লেখক:
প্রকাশ: এপ্রিল ২২, ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ি এলাকার ঈদগাহ মাঠে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঈদের  জামাতে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে সকালে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত হন। আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, সংঘর্ষের পর আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

About The Author