রাশিয়ার সঙ্গে বিশাল বন্দী বিনিময় ” মুক্তি পেলেন মার্কিন সাংবাদিকসহ ২৪ জন
স্নায়ু যুদ্ধের পর থেকে সবচেয়ে বড় পূর্ব-পশ্চিম (রাশিয়া-যুক্তরাষ্ট্র) বন্দী বিনিময়ে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক নৌসেনা পল হুইলান এবং বার্লিনে হত্যাকাণ্ডের জন্য দেশটির কারাগারে বন্দী একজন রুশ গোয়েন্দা কর্নেলসহ ২৪ জন বন্দী বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। কয়েক মাসের গোপন আলোচনার পর একটি জটিল বহুজাতিক চুক্তির মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকসহ অন্যদের মুক্তি দেওয়া হয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় বিমানবন্দর টারমাকে এক নাটকীয়…