জাজিরা সময় অনলাইন ডেস্ক
শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সাহয়তা দিবস উদযাবিত হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বারা উন্মোচন, প্রতিপাদ্যাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়,
শুক্রবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, এর আয়োজনে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক তিনি বলেন মুজিব আমাদের আদর্শ অনুপ্রেরণা শক্তি সাহসের নাম এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান মৃত্যুঞ্জলী শেখ মুজিবুর রহমান, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর সহ জেলা লিগ্যাল এইড কমিটি, শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর জেলা জাজ কোটের সাবেক পাব্লিক প্রসিকিউটার মীর্জা হজরত আলী সহ, আইনজীবী সমিতির সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ