শরীয়তপুরের গোসাইরহাটে হাত বোমা উদ্ধার ২৪টি

লেখক:
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৩

জাজিরা সময় অনলাইন ডেস্ক

শরীয়তপুরের গোসাইরহাটে সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে চারটি ব্যাগে ২৪টি তাজা হাত বোমা উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে স্থানীয়দের তথ্য অনুযায়ী ২৪ টি হাত বোমা উদ্ধার করা হয়।

গোসাইরহাট থানার নাগেরপাড়া দক্ষিণ বড় কাঁচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার এ বিষয়ে জাজিরা সময়কে জানান, পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাত বোমা উদ্ধার করেছেন তারা। এবং এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

তিনি বলেন, বিকেলে আমরা জানতে পারি ওই বাড়ির পেছনে বোমা পড়ে আছে। স্থানীয়রা সেখানে ছিলেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশ গিয়ে ২৪টি তাজা বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এগুলো এখন থানায় আছে।

About The Author