অনলাইন ডেস্ক জাজিরা
সময় শরীয়তপুরে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয় শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমন্টাল সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।
এ সময় শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা প্রতিবন্ধীদের অধিকার ও তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।