এই স্কুলে প্রধান শিক্ষক সুফিয়া মেডামের নিকট জানতে চাইলে তিনি মা ও মেয়ের বিষয় নিয়ে কোন কথা বলেন না।
এই দিকে পল্লিবিদুৎ এলাকার এক পথচারী মোঃ খুরসেদ মিয়া সংবাদ কর্মী রুদ্র কে জানান।এই বেসকারী স্কুলের কৃতপক্ষ এর ঢিলা ঢিলার কারনে ও পর্যপ্ত পরিমান সিকউরিটি না থাকা কারনে সরক দূঘঠনায় নিহত হয়েছে মা ও মেয়ে ।
জানা যায় প্রতিদিনের মতো মা ও মেয়ে মিলে বাড়ি থেকে খাবার খেয়ে মা মেয়ে কে নিয়ে হলি ফ্লাওয়ার কিন্ডার গাডেন স্কুলে যায় কিন্তু হঠাৎ ই ঢাকা সিলেট মহাসরকের পাশে দাড়িয়ে ছিলো মা ও মেয়ে ।
ভৈরব থেকে ছেড়ে আসা তৃষা পরিবহন গাড়িটি মা ও মেয়ের উপরে উঠিয়ে দেয়। গঠনাস্থলে মা ও মেয়ে নিহত হয়। গাড়ী নাম্বারটি হলো ঢাকা মেট্রো -১৫-৪১১৮ নামে গাড়িটি মা ও মেয়ের উপরে উঠিয়ে দেয়।
তাৎক্ষনিক গঠনাস্থলে রায়পুরা থানা পুলিশ এসে ঢাকা সিলেট মহাসরকে জানজট নিয়োত্রনে আনেন।এই দিকে পথচারী মোঃ কাসেম মিয়া অভিযোগ করে বলেন হলি ফ্লাওয়ার কিন্ডার গাডেন স্কুলের কৃত পক্ষের গাফিলতির কারনে আজ মা ও মেয়ে সরক দূর ঘটনায় নিহত হয়েছে।
এ বিষয়ে ভৈবর হাই ওয়ে থানা পলিশে অফিসার ইনচার্স মোজাম্মেল হক সংবাদ কর্মী রুদ্র কে মোবাইল ফোনে বলে ঘঠনাটি নীসচিত বলেন আমরা শুনে তাৎক্ষনিক পুলিশের একটি টিম আমি পাঠায়।
গঠনাস্থলে মেয়েটি মারা যায়।মাকে অবস্থা গুতর হওয়ায় নরসিংদী জেলা হসপিটালে পাঠানো হয় আমরা শনেছি মেয়েটির মা রাস্তায় মারা যায়।
মা ও মেয়ে কে পারিবারিক কবস্খানে মাইজ পাড়া এলাকায় কবর খোরার প্রস্তুতি চলছে।