জাজিরা সময় অনলাইন ডেস্ক
শরীয়তপুরের সখিপুরে ২০ কেজি গাঁজাসহ লিটন মোল্লা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-চাঁদপুর নরসিংহ পুর ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেরিঘাটের ২নং ঘাট থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চরনোসনা গ্রামের মৃত মো. জাহিদ মোল্লার ছেলে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, আটক মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ২০ কেজি গাঁজা নিয়ে রওনা হয়। শরীয়তপুর-চাঁদপুর নরসিংহ পুর ফেরিঘাট দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।