শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গোসাইরহাটে

লেখক:
প্রকাশ: মে ২৩, ২০২৩

শরীয়তপুর গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার প্রকাশ্য হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এই হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষমাতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ। (২৩-মে)মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় স্থানীয় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের সকল নেত্রীবৃন্দদের উপস্থিতে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামীলীগ মিছিলটি স্থানীয় দাশেরজঙ্গল বাজার পদক্ষেন করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। 
এসময় নেত্রীবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা/মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে আজ আমরা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেছাসেবকলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ, ওলামালীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা পালন করি।
এসময় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেওয়ান মো.শাহজাহান বক্তব্যর মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।

About The Author