শেখ হাসিনাকে হত্যার হুমকি : মামলার পর খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি নেতা চাঁদকে

লেখক:
প্রকাশ: মে ২৩, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সকালে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২১ মে) রাত সোয়া ১২টায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আজাদ অভিযোগ করেন, গত শুক্রবার শিবপুরহাট স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপস্থিতিতে জনসভায় বক্তব্য দেওয়ার সময় সভার সভাপতি বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, আবু সাঈদ চাঁদ বাড়িতে তার মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে গেছেন।

এ বি এম মাসুদ হোসেন জানান, আমরা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে খুঁজে পাইনি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। পরে রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ২২ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিওতে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ।

About The Author