শরীয়তপুরের জাজিরায় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

লেখক:
প্রকাশ: মে ২৪, ২০২৩

শরীয়তপুরের জাজিরায় জাতীয় পুষ্টি পরিসেবা (এনএনএস) কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ মে সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন -২ এর সহকারি পরিচালক ডাঃ রত্না দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ ফাহিম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোজাম্মেল হক, উপজেলা লাইভস্টোক অফিসার ডাঃ মো. মেহেদী হাসান, দিয়ারা নাওডোবা কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রতিনিধি মো. আবু তালেব চৌকিদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ অন্যান্যরা।
কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান  খাদ্যের সুষম পুষ্টিগুণ, স্বাস্থ্যের জন্য পরিমিত ক্যালরি গ্রহণ, গর্ভবতী মা ও নবজাতকের জন্য পুষ্টি ও পরিচর্যা সহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত পুষ্টি বিষয়ক আলোচনা করেন।

About The Author