শরীয়তপুরের জাজিরা উপজেলায় বজ্রপাতে লোকমান মুন্সি (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭মে) দুপুর দেড় টার সময় জাজিরা পৌরসভার আহাদ্দীন মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান মুন্সি (৬৫) জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের আহাদ্দীন মাদবর কান্দি গ্রামের মৃত খালেক মুন্সির ছেলে। সরজমিনে গিয়ে জানা যায়, দুপুরে লোকমান মুন্সি বাড়ির পিছনের কীর্তিনাশা নদীতে গোসল করতে যান।
এসময় প্রচন্ড বাতাস ও বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাত হলে লোকমান মুন্সি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা লোকমান মুন্সিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.কামরুল হাসান সোহেল বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপজেলা পি আই ও অফিসের উপ- সহকারী প্রকৌশলী সোহাগ মিয়াকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছি।
আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।