প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ওআইসির মহাসচিব হিসাইন ব্রাহিম তাহা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার (২৮শে মে) সন্ধ্যায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় রোহিঙ্গা ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়ে ওআইসি মহাসচিবের সাথে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, পাঁচ দিনের সফরে শনিবার (২৭শে মে) ঢাকায় আসেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।
এর আগে, রোববার তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন। আগামী ৩০শে মে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইইউটি)’র চ্যান্সেলর হিসেবে ওআইসি মহাসচিব ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।