শরীয়তপুর নড়িয়া উপজেলা কেদারপুর ইউনিয়নের কেদারপুর প্রবাসী রায়হান শরীফের দখলকৃত ০৫ একর খাস জমি উধার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলাপ্রশাসক, শরীয়তপুর এর দখল নিশ্চিত করা হয়েছে এবং সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।
নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নের করণহোগলা ইটভাটায় নদীর মাটি কাটার কারণে কার্তিকপুর ন্যাশনাল ব্রিকস এর মালিক আজাহার মাদবরকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২১৩ অনুযায়ী এক লক্ষ টাকা ও ডিঙ্গামানিক এলাকার হারুন খান কে বালি এনে খাল ভরাট করার কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, , মোঃ পারভেজ।
নড়িয়া থানা পুলিশ নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, , মো. পারভেজ বলেন তারা নদী দখল সরকারি ভূমি দখল করে তাদের ব্যক্তিগত কাজ পরিচালনা করে আসছিল। সরকারী, নদী, খাল জলাশয়,মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাবো।