“গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১জুন) সকালে জাজিরা উপজেলার গ্রামীন ব্যাংক শাখার আয়োজনে জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডে ৪০ টি পরিবারের মাঝে ৩টি করে ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় গ্রামীণ ব্যাংকের জাজিরা শাখার ব্যবস্থাপক আরিফা সুলতানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক মাদারীপুর শাখার জোনাল ম্যানেজার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক শরীয়তপুর জেলার এরিয়া ম্যানেজার এবিএম তরিকুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মাদবর সহ গ্রামীণ ব্যাংকের কর্মচারী ও গ্রামীন পরিবারের সদস্যরা।