শরীয়তপুরের জাজিরায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: জুলাই ১৮, ২০২৩

শরীয়তপুরের জাজিরা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ জুলাই সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র ইদ্রিস মাতবর, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন, উপজেলা সকল দপ্তরের প্রধানগণ, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান সমস্যা ডেঙ্গু জ্বরের প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা ও করণীয় সম্পর্কে আলোচনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে অনাবাজি জায়গায় আবাদের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শাকসবজির বীজ  প্রদান করেন।

About The Author