শরীয়তপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছে মো: মাহবুবুল আলম।
বৃহস্পতিবার নতুন পুলিশ সুপার শরীয়তপুর যোগদান করায় জেলা পুলিশ শরীয়তপুর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্)
মোঃ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)তানভীর হায়দারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শরীয়তপুরের নতুন পুলিশ সুপার মাহবুবুল আলম এর আগে ঢাকা জেলার সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে ও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং হাইওয়ে পুলিশ সুপার মাদারীপুর অঞ্চল দায়িত্ব পালন করেছে। এর পরে গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার হিসেবে আদেশপ্রাপ্ত হন সেখানে যোগদানের আগেই শরীয়তপুর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ চলে আসে তার।
শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম ইন্ডেভার স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ফাইনালসিল ক্রাইম এ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।