আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশের ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। আওয়ামী লীগ রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় সংঘাত এড়াতে একদিন পর কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে জন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি।