শরীয়তপুর সদর উপজেলার এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় তিনজনকে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এই রায় দেন।
এর আগে গতকাল মঙ্গলবার ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুজনের পাঁচদিন ও একজনের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। আর একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদালতে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
নিহত শিশু হৃদয় খান নিবিড় উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মনির খানের ছেলে। নিবিড় স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শরীয়তপুরের সরকারি কৌঁসুলি মির্জা হজরত আলী জাজিরা সময়কে বলেন, নিবিড়কে হত্যা করা হয়েছিল। সেই অপহরণ মামলায় সিয়াম (২০), তুহিন গাজি (১৮), শাকিল গাজি (১৬) ও শাওন চৌকিদারকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে সিয়াম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে। জবানবন্দিতে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাই তাকে রিমান্ড দেওয়া হয়নি।
শাকিল ও শাওনকে পাঁচদিন এবং এই মামলায় বয়স কম হওয়ায় তুহিনকে তিনদিনের রিমান্ড দেন আদালত।