জাজিরা সময় অনলাইন ডেস্ক”
শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সম্মানিত সকল গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্যাধিক গরমের কারণে গ্রাহকদের বিদ্যুতের চাহিদা অনেক গুণ বেড়ে যাওয়ায় এবং বর্তমানে দেশে জ্বালানির সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় NLDC (National Load Daspass Centre) কর্তৃক চাহিদার তুলনায় কম লোড বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে বিদ্যুতের চাহিদা ও প্রাপ্যতার মধ্যে সমন্বয় করতে হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় সকল উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।
অতএব, সম্মানিত গ্রাহকগণকে ধৈর্য্য ধারণ করা এবং বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,আপনাদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।