দীর্ঘ দাবদাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি।

লেখক:
প্রকাশ: মে ২, ২০২৪

জাজিরা সময় অনলাইন ডেস্কঃ
দীর্ঘ দাবদাহের পর রাজধানীর বেশকিছু এলাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গত কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হলেও রাজধানীতে বৃষ্টির দেখা মেলেনি।

বৃহস্পতিবার (২ মে) সকালে সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে। অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা অবধি রাজধানীতে দেখা যায়নি ছিটেফোঁটাও। অবশেষে রাত ৯টা থেকে শীতল বাতাস বইতে থাকে।

মেঘে ঢেকে যায় আকাশ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পান। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

এদিকে ঢাকার আশপাশের এলাকায়ও বৃষ্টি পড়ছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিবেদকরা। তারা জানান, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। ফলে শীতল অনুভব হচ্ছে।

যদিও আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন।

তবে রাত ৯টার দিকে রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।
জাজিরা সময়

About The Author