শরীয়তপুর ডিজিটাল ক্যাবল ভিসন (SDCV) এর ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নব নির্বাচিত কমিটিতে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন (খোকন) ম্যানেজিং ডিরেক্টর কাজল কাজী।
নির্বাচিত হয়েছেন শুক্রবার (৪’ই অক্টোবর ) বিকেলে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
মোট ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয়েছে।
শুক্রবার শরীয়তপুর ডিজিটাল ক্যাবল ভিসন (SDCV) এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৪-২৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সম্মিলিত পরিষদ। নির্বাচিত ১২’জন সদস্য শুক্রবার শরীয়তপুর ডিজিটাল ক্যাবল ভিসন (SDCV) পূর্ণাঙ্গ কমিটির শীর্ষ পদের প্রার্থীরা ভোট দিয়ে নির্বাচন করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৭’বছর পর শরীয়তপুর ডিজিটাল ক্যাবল ভিসন (SDCV) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো। নানা প্রতিবন্ধকতায় আটকে ছিলো এ’নির্বাচন। শরীয়তপুর ডিজিটাল ক্যাবল ভিসন (SDCV) এই নির্বাচনে মোট ১২ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো।
পূর্ণাঙ্গ কমিটি তালিকা –
১/ চেয়ারম্যান বি এম জাহাঙ্গীর হোসেন (খোকন) ১। ডিরেক্টর মিতা স্যাটেলাইট শরীয়তপুর সদর।
২/ ম্যানেজিং ডিরেক্টর কাজল কাজী ২। ডিরেক্টর মিডিয়া কম স্যাটেলাইট নড়িয়া
৩/ কার্যকারী সদস্য আহম্মেদ জুসাস ৩। ডিরেক্টর মাল্টি লিংক স্যাটেলাইট সিস্টেম নড়িয়া ।
৪/ কার্যকারী সদস্য মোঃ লিটন লস্কর ৪। ডিরেক্টর কেদারপুর স্যাটেলাইট নড়িয়া ।
৫/ কার্যকারী সদস্য মোঃ রেজাউল বেপারি ৫। ডিরেক্টর আয়েশা ফাতেমা স্যাটেলাইট আঙ্গারীয়া ।
৬/ কার্যকারী সদস্য মোঃ মিলন শেখ ৬। ডিরেক্টর মিলন স্যাটেলাইট নড়িয়া ।
৭/ কার্যকারী সদস্য মোঃ আমজাত মাদবর ৭। জাজিরা স্যাটেলাইট জাজিরা।
৮/ কার্যকারী সদস্য মোঃ সাইদ আকন ৮। আকন স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্ক জাজিরা।
৯/ কার্যকারী সদস্য মোঃ সুমন মোল্যা ৯। এইট স্টার মাল্টি মিডিয়া
১০/ কার্যকারী সদস্য মোঃ লো্কমান ১০। জনি স্যাটেলাইট
১১/ কার্যকারী সদস্য মোঃ লতিফ ১১। মনোহর বাজার স্যাটেলাইট
১২/ কার্যকারী সদস্য মোঃ জুয়েল বেপারি ১২। ইরা স্যাটেলাইট