সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে তার সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, আসাদ আবুধাবিতে আছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শনিবার বাহরাইনের মানামা সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘মানুষ যখন জানতে চায়, আসাদ কোথায় যাচ্ছেন, তখন আমি বলি, ‘এটি বড় কোনো বিষয় নয়। এটি ইতিহাসে একটি পাদটীকা মাত্র (আসাদ কোথায় গেল সেটা আসল বিষয় নয়, আসাদের পালিয়ে যাওয়া একটি ইতিহাসের পরিসমাপ্তি)’।
তিনি আরও বলেন, সিরিয়া এখনও সংকটমুক্ত নয়। দেশটি উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে।
এর আগে রবিবার দামেস্ককে মুক্ত ঘোষণা করে বিদ্রোহীরা দাবি করেন, প্রেসিডেন্ট আসাদ রাজধানী ছেড়ে পালিয়েছেন। বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, আসাদের অবস্থান খুঁজে বের করতে তারা সিরিয়ার সামরিক কর্মকর্তাদের এবং গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ করেন।
রবিবার সকালে বিদ্রোহীদের রাজধানীতে প্রবেশের পর থেকে আসাদকে আর প্রকাশ্যে দেখা বা তার কথা শোনা যায়নি।