নিজস্ব প্রতিনিধ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর জেলা ও উপজেলার সকল সাংবাদিকগণদের সাথে নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রি উপলক্ষে দিনব্যাপী শরীয়তপুরের সাংবাদিকগণের প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি,২০২৫ খ্রি সকালে ১০ টায় বীরশ্রেষ্ঠ শহিদ আব্দুর রউফ স্টেডিয়ামে মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকগণের প্রীতি ক্রীড়া প্রতিযোগিতায়, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল ও রশি টানাটানি আয়োজন করা হয়। এতে শরীয়তপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার শরীয়তপুর প্রতিনিধি মুজিবুর রহমান মাদবর,আর টিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল মিয়া,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোঃ জামাল মল্লিক,মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও জাজিরা প্রেসক্লাবের সভাপতি পলাশ খান, দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি ও জাজিরা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সাইদ আকন সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।