শরীয়তপুরের জাজিরায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” মর্মে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় জাজিরার উদ্যোগে অদ্য উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলার ১৩৪ জন কৃষকের মাঝে বসতবাড়ির প্রাঙ্গণের পতিত জমি চাষের আওতায় আনতে সংশ্লিষ্ট কৃষকদের কাছে ইফনাপ প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ যেমন বীজ, সার, নেট, ঝাজরি, ফলের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জুন) বেলা ১১ ঘটিকায় জাজিরা কৃষি অফিসে কৃষকশ্রেণীর মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল, ফরিদপুর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ ড. রবিআহ নূর আহমেদ,
এ সময় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন জানান “মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেটিকে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই আমরা পারিবারিক পতিত জমিতে পুষ্টি বাগান স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক পতিত জমিতে এই ধরনের পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধ করে যাচ্ছি যাতে করে বিভিন্ন কারনে পতিত থাকা জমিগুলো ব্যবহার হয়ে উৎপাদনে চলে আসে” উল্লেখ ইফনাপ প্রকল্প সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে জাজিরাতে চলতি অর্থবছরে ৬৯৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের পাশাপাশি নানা ধরনের সব্জির আবাদ হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রাণী বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার গন সহ বিভিন্ন সুধীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হারুন অর রশিদ বলেন” অধিক পরিমানে ফসল উৎপাদনে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষি বিভাগের মত অন্যান্য প্রতিষ্ঠান গুলো কেও সবাইকে এগিয়ে আসতে হবে, নিজেদের পতিত জমি চাষের আওতায় নিয়ে আসলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশ এগিয়ে যাবে।