জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় পালন করা হলো ফল উৎসব

লেখক:
প্রকাশ: জুলাই ২০, ২০২৩

চলতি মৌসমে ফল উৎসব ২০২৩ উদযাপন করা হয়, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়।বৃহস্পতিবার (২০জুলাই)  বেলা ১১ টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী কক্ষে  এ আয়োজন সম্পন্ন হয়।

এ উৎসবে আম,জাম,কাঠাল,পেয়ারা,কামরাঙ্গা,লটকন, আনারস,করমচা,জাম্বুরা,সফেদা,কলাসহ প্রায় ৩১ প্রজাতির ফলের সমাহার ছিল।

উক্ত ফল উৎসবে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান সোহেল বলেন, মৌসুমের সাথে মিল রেখে সরকারি জাজিরা মোহর আলি উচ্চ বিদ্যালয়ের এমন আয়োজন প্রশংসনীয়। মৌসুমি সকল ফলকে সুন্দর ভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আশা করছি এ বিদ্যালয় তাদের এমন সংস্কৃতিমনা উৎসব গুলোর ধারা অব্যাহত রাখবে।

সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমান বলেন,আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ সবাই মিলে একসঙ্গে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ দৌলা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম।

ফল উৎসবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউল ইসলাম,সিনিয়র শিক্ষক সিএম মহিউদ্দিন আহম্মদ,মোঃ এলামুল হক,শেখর প্রসাদ ভৌমিক,বরুন চন্দ্র সরকার ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাজিরা সময়