ঢাকা কলেজে একজন ছাড়া সবাই পাস

লেখক:
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৩

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন৷ ১৮০ বছর বয়সী এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৪৭ জন শিক্ষার্থী৷

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করলেও ঢাকা কলেজে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আসেননি৷ শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে পরীক্ষার ফল পাওয়া আর করোনা পরিস্থিতির কারণে এমন হয়েছে৷

ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে কলেজের এইচএসসির ফলাফলের অনুলিপি দিয়েছেন৷ এতে দেখা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখা থেকে ঢাকা কলেজের ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন৷ তাঁদের মধ্যে একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন৷ ১ হাজার ১৪৭ জন পেয়েছেন জিপিএ-৫৷

এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ ৯১৭ জনের সবাই জিপিএ-৫ পেয়েছেন। মানবিক শাখা থেকে ১২১ জন উত্তীর্ণ হয়েছেন৷ তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন৷ অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ ১২৪ জনের মধ্যে ১১৮ জন জিপিএ-৫ পেয়েছেন৷

আজ রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে এইচএসসির ফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি৷ এ সময় ফলপ্রার্থী কোনো শিক্ষার্থীকেও দেখা যায়নি ক্যাম্পাসে। এ কারণে ক্যাম্পাস কার্যত ফাঁকাই ছিল৷ ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত কাজে উচ্চমাধ্যমিক, স্নাতক-স্নাতকোত্তরের কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা গেছে৷

ঢাকা কলেজের কর্মচারী মো. বাবুলের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এখন কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে৷ তা ছাড়া এখন অনলাইনেই এইচএসসির ফলাফল পাওয়া যায়৷ তাই আজ ক্যাম্পাস ফাঁকা৷’