তৃতীয় মেয়াদে পিআইবির ডিজি হলেন জাফর ওয়াজেদ

লেখক:
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৩

জাজিরা সময় অনলাইন ডেস্ক

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদ। তাকে বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি পিআইবির মহাপরিচালক হলেন।

মঙ্গলবার পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব রেহেনা আকতারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আগের নিয়োগের ধারাবাহিকতায় অনুরূপ শর্তে তাকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২১ সালে তাকে দুই বছরের জন্য ফের নিয়োগ দেওয়া হয়। এবার তাকে এক বছরের জন্য ফের নিয়োগ দেওয়া হলো। ২০২০ সালে একুশে পদক পান জাফর ওয়াজেদ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।