পদ্মা সেতুতে অটোরিকশা, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলেন চালক

লেখক:
প্রকাশ: জুন ১৯, ২০২৩

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে নিষেধাজ্ঞা অমান্য করে উল্টোপথে সেতুতে উঠে নিরাপত্তারক্ষীদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন এক চালক। তাকে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ।

রোববার (১৮ জুন) মধ্যরাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে উল্টোপথে অটোরিকশা নিয়ে এক চালক সেতুতে উঠে পড়েন।

Munshiganj pic-3ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ। ছবি: জাজিরা সময়

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি টের পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে ওই চালক অটো রেখে নদীতে ঝাঁপ দেন। দুপুর ১২টা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। অটোরিকশাটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি এমারত হোসেন জানান, মধ্যরাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষী মো. সোহেল ফোন করে সেতু থেকে অটোরিকশা চালকের ঝাঁপ দেওয়ার তথ্য জানান। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে ঘটনা জানায়। পরে তারা উদ্ধার অভিযানে নামে। তবে দুপুর ১২টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।