বিদ্যুৎ নিয়ে বিএনপির কর্মসূচি মানায় না : উপমন্ত্রী এনামুল হক শামীম

লেখক:
প্রকাশ: জুন ৯, ২০২৩

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি বিদ্যুতের বদলে জনগণকে খাম্বা দিয়েছে, বিদ্যুতের দাবি করায় জনগণের ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। বিদ্যুৎ নিয়ে তাদের কর্মসূচি মানায় না।’

আজ শুক্রবার দিনব্যাপী শরীয়তপুরের সখিপুর ও নড়িয়াতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং অসহায়দের আর্থিক সহায়তার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, ‘মহামারি করোনার দুই বছর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মন্দা। তেল, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট নিরসনের জন্য কাজ করছেন। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। কিন্তু বিএনপি নেতারা নাকি বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের কর্মসূচি দিচ্ছে। তাদের লজ্জা আছে? থাকলে এরকম কর্মসূচির কথা মুখে আনতে পারত না।’

 

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে দেশের শতকরা ৩০ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ উৎপাদন ছিল সাড়ে তিন হাজার মেগাওয়াট। দিনে ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং হতো। মানুষ ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পায়নি। দেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারেননি, দিয়েছিলেন খাম্বা। সেই বিদ্যুতের জন্য আন্দোলন করছেন।’

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬ হাজার মেগাওয়াট। দেশের শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’