ভার্চুয়ালে যুক্ত হয়ে শরীয়তপুরের ডামুড্যায় মডেল মসজিদ উদ্বোধন প্রধানমন্ত্রী ” শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: জুলাই ৩১, ২০২৩

১৪ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুরে ডামুড্যায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মসজিদের উদ্বোধন করেন।

শরীয়তপুরের ডামুড্যা প্রান্তে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ মাহাবুবল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে,অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,ডামুড্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার তোফাজ্জল হোসেন মোরল, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম সহ ডামুড্যা ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা আওয়ামিলীগ সভাপতি / সাধারণ সম্পাদকগন এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা, ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ ধর্মপ্রান মুসলমানরাও অংশগ্রহণ করেছেন।ধর্মীয় অনুভূতিকে সম্মুন্নত করতে মডেল মসজিদগুলোতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নারী-পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, ইসলামিক লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্নদের নামাজের ব্যবস্থা, মরদেহ গোসলের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের নিবন্ধন, ইমাম প্রশিক্ষণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে ব্যবস্থা রাখা হয়েছে।

জাজিরা সময়