মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে একদিনে ১০২০ কোটি ডলার

লেখক:
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৩

জাজিরা সময় অনলাইন ডেস্ক

একদিনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ এক হাজার ২০ কোটি ডলার বেড়েছে। সম্পদ বৃদ্ধিতে এটি তার তৃতীয় বৃহত্তম রেকর্ড। খবর দ্য ন্যাশনাল নিউজ। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কোম্পানির শেয়ার দর বাড়ার পর তার ব্যক্তিগত সম্পদের উল্লম্ফন ঘটে। বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ আট হাজার ৭৩০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি। গত বছর শেয়ার বাজারের পতনের কারণে সাত হাজার ১০০ কোটি ডলার বা ৫৭ শতাংশ সম্পদ হারান জাকারবার্গ। ওই সময় বিশ্বের অনেক প্রযুক্তি বিলিয়নেয়ারের ব্যক্তিগত সম্পদ কমে যায়। ওই বছরের সেপ্টেম্বরে পাঁচ হাজার ৪৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে ২০তম ধনীতে পরিণত হন তিনি। এই অবস্থান ছিল আগের বছরের চেয়ে তিন ধাপ নিচে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ২৪ শতাংশ কমলেও গতকাল ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়েছে।