গাছ লাগান, পরিবেশ বাঁচান। আজকের গাছ, আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে
৭ই সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন।
উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মাষ্টার জি,এম নূরুল হক, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু তালেব চৌকিদার, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন, জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার প্রমুখ।
মেলায় প্রায় ১০ হজার শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উত্তলোন করা হয়েছে।
তাছাড়া এখানে দেশী-বিদেশী পন্ন, বাচ্চাদের খেলনা, নাগরদোলা, রাধা চক্কর, ডিজিটাল নৌকা কসমেটিক্স এর সমাহার রয়েছে।
ক্ষুধা নিবারণের জন্য ব্যাবস্থা করা হয়েছে সু-সাধু খাবারের স্টোর।
প্রতিদিন সকাল ১০টা হতে রাত ০৮ টা পর্যন্ত মেলার কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে জানা গেছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগ এবং বেসরকারি নার্সারি মালিকগণের আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।