শরীয়তপুরে কনস্টেবল আমিরুল হত্যাকারীদের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: নভেম্বর ২, ২০২৩

২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান, পুলিশ সদস্য মোঃ আমিরুল ইসলাম (পারভেজ) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা শরীয়তপুর জেলা সংসদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় বক্তারা বলেন, বিএনপির সমাবেশে যাকে হত্যা করা হয়েছে তার বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার বাবা যখন যুদ্ধে ছিল তিনি কখনো চিন্তা করেনি তার ছেলে এই স্বাধীন দেশে এত নির্মমভাবে খুন হবে। এ খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। কোনো অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতায় যেতে দেওয়া হবে না।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রাজ্জাক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর আজিজ সিকদার, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।