সৌন্দর্যচর্চায় বর্ষার পানি

লেখক:
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৩

শুরু হলো রিমঝিম বর্ষার দিন। বর্ষার পানিকে বলা যায় একেবারেই অক্ষারীয় পানি। সফট ওয়াটার বা কোমল পানির বিশুদ্ধ রূপ এটি, যা ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে; যদিও কোমল এই পানি পাওয়া সহজ নয়। বৃষ্টির সরাসরি পানি বরং ত্বক ও চুলের জন্য ক্ষতিকর। বৃষ্টির পানি একেবারেই প্রাকৃতিক হলেও শহরের দূষণ ও ধুলোবালু পানির বিশুদ্ধতা নষ্ট করে; বাড়ায় অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর উপাদানের পরিমাণ। তাই বৃষ্টির পানি সংগ্রহ করতে হয় সতর্কতার সঙ্গে। লিখেছেন রিফাত পারভীন