সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কাল

লেখক:
প্রকাশ: মার্চ ১৪, ২০২৪

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৫ মার্চ)। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

দেশের সব বিভাগীয় শহরে এই পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় ও নম্বর
মোট ১০০টি প্রশ্নের বিপরীতে ১০০ নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর যুক্ত হবে এবং ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূণ্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

গত বছর ৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারির পর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে